রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে দলটির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে বনানী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম তেনজিং, গোলাম কিবরিয়া, ফারুক আহমেদ, সুমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, শনিবার প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে এক সমাবেশ ডাকা হয়। দুপুর বারোটায় সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দলটির প্রায় ১২০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।