৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে ওমানের দুকুমে এক সড়ক দুর্ঘটনায় । শনিবার ভোরে গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িতে ১০ জন যাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের ৯ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। একজনের বাড়ি ফেনীতে। তারা সবাই রাতে আরব সাগরে মাছ শিকার করে ভোরে বাসায় ফিরছিলেন। নিহত পাঁচ জন হলেন – মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।
এ ঘটনায় আরও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তারা হলেন- মো.ওমর ফারুক, মো. মিনহাজ, মামুন, মিলাদ, রোবেল, মহিউদ্দিন ও ইসমাইল।
এদের মধ্যে মহিউদ্দিন ও ইসমাইল আইসিইউতে ভর্তি রয়েছে। আহতদের পাঁচজনের মধ্যে তিনজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওমানে কর্মরত সন্দ্বীপের এক বাসিন্দা।