ঢাকা : রোববার ৭ আগস্ট সচিবালয়ে সেন্টার ফর দ্য যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সরকারের একটি যাকাত ফান্ড আছে। কেউ তার খোঁজ নেয় না। দ্যাট ইজ ডেড’। এ সময় যাকাত প্রদানে কর অব্যাহতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিম। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, উপদেষ্টা এনবিআরের চেয়ারম্যান আবদুল মজিদ, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের মহাসচিব এ কে এম নূরুল ফজল বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।যাকাত ম্যানেজমেন্টে কর অব্যাহতির বিষয়ে আইয়ুব মিয়া মালয়েশিয়ার উদাহরণ দিয়ে বলেন, সেখানে যাকাত প্রদানকারী ও ফান্ড পরিচালনার জন্য কোনো কর দিতে হয় না। বাংলাদেশেও এ ধরনের সুবিধা দেওয়া প্রয়োজন।তিনি বলেন, আমাদের কাছে বিভিন্ন শিল্প গ্রুপ যাকাতের টাকা বিতরণের জন্য আসছে। কর অব্যাহতি দেওয়া হলে যাকাত দেওয়ার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।সেন্টার ফর দ্য যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ৫ হাজার পরিবারকে আমরা সহায়তা করছি। এর মধ্যে ১শ’ ২০টি হিন্দু পরিবারকে বছরে ৪০ হাজার করে টাকা দেওয়া হয়। ২০ হাজার টাকা দিয়ে তারা আবাসন সমস্যার সমাধান করে। বাকি টাকা দিয়ে সন্তানদের পড়ালেখা ও স্যানিটেশনে ব্যয় করে। সহায়তা পাওয়ার পর তাদের মাসিক আয় ৭ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২১ হাজার টাকা পর্যন্ত হয়েছে’।‘কর অব্যাহতি সুবিধা পেলে যাকাতের পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে ২৫টি শিল্প গ্রুপ আমাদের মাধ্যমে যাকাত বিতরণের প্রস্তাব দিয়েছে। এ সুবিধা পেলে বছরে ১ লাখ মানুষকে সহায়তা করা সম্ভব’।বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি প্রক্রিয়ার ব্যাপার, সময় লাগবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |