দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে । বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়। দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার দুপুর এদিন দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শামীমা নূর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে কমিশন গত বছরের ২২শে ফেব্রুয়ারি তদন্ত শুরু করে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ৪ঠা আগস্ট দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে ২২শে ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার নগদ টাকা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়।

২৩শে ফেব্রুয়ারি র‌্যাব রাজধানীতে পাপিয়ার দুটি বাড়ি ও তার ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্ট কক্ষে তল্লাশি চালিয়ে ৫৮ লাখ ৪১ হাজার নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে।

পাপিয়া ও সুমন ঢাকায় কয়েকটি বিশাল ফ্ল্যাট ছাড়াও নরসিংদীতে প্রায় দুই কোটি টাকার আরো দুটি ফ্ল্যাট, দুটি প্লট এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক বলে অভিযোগ রয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031