মা-মেয়ের লাশ নিজেদের বসতঘরে ঝুলছিল । কিশোরগঞ্জের তাড়াইলে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মা শাহনাজ (২৮) ও মেয়ে প্রিয়তি (১২)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের বসতঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইউডি মামলা রুজু করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।