এই প্রথম ভারতের কোনও নির্বাচনে বুথআপ ব্যবহার করা হবে। বাংলার বিধানসভা ভোটে নির্বাচন কমিশন এবার তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে একবারের বেশি কেউ ভোট দিতে এলেই তা ধরা সম্ভব হবে। ভুয়া ভোটার বুথে ঢুকলেই পোলিং অফিসারদের মোবাইল ফোনে বিপ বিপ আওয়াজ হবে এবং ভুয়া ভোটারকে চিহ্নিত করা যাবে। নির্বাচন কমিশন বুথআপ এর পাইলট প্রজেক্টটি করেছে উত্তরপ্রদেশের হামিরপুর বিধানসভা ভোটে। ফাগওয়ারা, কসবাপেথ ও সামাস্তিপুরের তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে এই আপ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় এবং বিপুল সাড়া পাওয়া যায়। তাই, এবার পশ্চিবঙ্গ বিধানসভা নির্বাচনে রিগ্গিং রুখতে এই বুথআপের ব্যবহার করা হবে। এ ব্যাপারে প্রযুক্তিগত ট্রেনিং দেয়া হবে নির্বাচন আধিকারিকদের। ভোটার তালিকা পরীক্ষা করার ক্ষেত্রেও তথ্যপ্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। ভোটার স্লিপে এবার কিউ আর কোড থাকবে যার সাহায্যে আসল ভোটার চিহ্নিত করার কাজ সহজ হবে। নির্বাচন কমিশনের আশাÑ এই ব্যবস্থা নেয়ার ফলে বাংলার ভোটে অনেক স্বচ্ছতা আসবে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের গোড়াতেই বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |