গণ টিকাদান কর্মসূচি করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সারা দেশে শুরু হয়েছে । প্রথম দিন সারা দেশে ৩১ হাজার ১৬০ জন ভ্যাকসিন নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর রাতে জানিয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে নিয়েছেন ৫ হাজার ৭১ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ২১ জনের। টিকা নেয়াদের মধ্যে ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ। আর ৭ হাজার ৩০৩ জন নারী।
প্রথম দিন বার্তা পেয়েও অনেকে টিকা নিতে আসেননি। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রী, এমপি, সরকারের সচিবসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকা নিয়েছেন অনেক সাধারণ মানুষও। সকাল ১০টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ