চট্টগ্রাম : রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে এ অভিযান চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযানে রেলের প্রায় দুই একরের মতো জায়গা পুনরুদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে লোকজন ঘর তুলে বসবাস করে আসছিল। অবৈধভাবে তোলা দুইশর মতো কাঁচা-সেমি পাকা ঘর পুরোপুরি উচ্ছেদ করা হয়েছে।”
অভিয়ানে বিপুল সংখ্যক পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এলাকার বাসিন্দা সালমা আক্তার জানান, ওই এলাকায় নিম্ন আয়ের বিভিন্ন পেশার লোকজন বাস করেন। তাদের পূর্ব ঘোষণা ছাড়াই সকালে উচ্ছেদ করা হয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আগেও বিভিন্ন সময়ে উচ্ছেদের নির্দেশনা এলেও তা কখনও করা হয়নি। শনিবার রাতেও তদের উচ্ছেদের কথা জানানো হলেও তারা তা আমলে নেয়নি।
চট্টগ্রামে অন্যতম ‘মাদক স্পট’ হিসেবে পরিচিত ধোপার মাঠ এলাকায় গত ৫ জুলাই রাতে মাদক বিক্রির নিয়ন্ত্রণের জের ধরে মো. শফিক নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে বিরোধী পক্ষের লোকজন।
অভিযোগ আছে রাজনৈতিক ও প্রশাসনের লোকজনদের ‘ম্যানেজ’ করে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে ধোপার মাঠ, বরিশাল কলোনি এলাকায় মাদক আস্তানাগুলো গড়ে উঠেছে।
এদিকে সকালে উচ্ছেদ অভিযান চালানোর সময় আইস ফ্যাক্টরি রোড এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে স্থানীয় লোকজন।