হাঙ্গেরি ইউরোপের স্থলবেষ্টিত রাষ্ট্র । ৯৩,০৩০ বর্গকিলোমিটার আয়তনের হাঙ্গেরির জনসংখ্যা মাত্র ৯৮ লাখ। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম বুদাপেস্ট। ২০১০ সাল থেকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণপন্থি জাতীয়তাবাদী ভিক্টর অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দেশটির প্রেসিডেন্ট হানোস আদেরও ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছেন সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে চীনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে হাঙ্গেরি। এর আগে ইইউ’র প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ভিকেও আনুষ্ঠানিকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছিল দেশটির প্রশাসন। যদিও ইইউভুক্ত অন্য কোনো দেশ এখনো ইউরোপিয়ান মেডিসিন্স এসোসিয়েশনের সিদ্ধান্তের বাইরে গিয়ে এককভাবে ফাইজার ও বায়োএনটেক, মডার্না কিংবা অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা ছাড়া অন্য কোনো টিকাকে অনুমোদন দেয়নি।
বাংলাদেশে হাঙ্গেরির কোনো দূতাবাস নেই।

হাঙ্গেরিতেও বাংলাদেশের দূতাবাস নেই। হাঙ্গেরির সঙ্গে বাংলাদেশের সেই অর্থে তেমন বাণিজ্যিক সম্পর্কও নেই। অবশ্য গত বছরের সেপ্টেম্বর মাসে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেটার সিয়ার্তো একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। তখন বাংলাদেশে পারমাণবিক জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত হয় হাঙ্গেরি।

যাই হোক। হঠাৎ করেই অতি সম্প্রতি এই হাঙ্গেরি-ই হয়ে উঠেছে বাংলাদেশের বহু মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।
ঘটনা প্রবাহ-১: ২১শে জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংসদে এক প্রশ্নের জবাবে জানান, হাঙ্গেরি বাংলাদেশে একটি কনস্যুলার অফিস খোলার অনুমতি চেয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
ঘটনা প্রবাহ-২: ৩১শে জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জানান, হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনার টিকা চেয়েছে। তিনি বলেন, “গত সপ্তাহে চিঠি এসেছিল। হাঙ্গেরি ৫ হাজার টিকা চেয়েছিল। প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। আমরা হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো আমাদের স্টক থেকে। বলিভিয়াও চিঠি দিয়েছে ভ্যাকসিন চেয়ে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতি দিলে আমরা পাঠিয়ে দেবো।”
ঘটনা প্রবাহ-৩: ১লা ফেব্রুয়ারি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা ইংলিশ-এর একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইসরাইল থেকে ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে। পিকসিক্স নামের একটি ইসরাইলি প্রতিষ্ঠানের তৈরি এই যন্ত্র দিয়ে ওয়াই-ফাই, সেলুলার এবং ভিডিও নজরদারি করা হয়। ২০১৯ সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে একটি গুদাম ঘরে দু’জন ইসরাইলি গোয়েন্দা বিশেষজ্ঞ এই প্রযুক্তি ব্যবহারের ওপর ৪ জন বাংলাদেশি গোয়েন্দাকে প্রশিক্ষণ দেয়। তবে, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আবদুল মোমেন বিবিসি বাংলাকে বলেন, “ইসরাইল থেকে আমরা কিছু ক্রয় করিনি এবং আমাদের সঙ্গে ইসরাইলের কোনো সম্পর্কও নেই।”
ঘটনা প্রবাহ-৪: ৩রা ফেব্রুয়ারি হাঙ্গেরির ট্যাবলয়েড দৈনিক ব্লিক জানায়, দেশটি বাংলাদেশের কাছে কোনো টিকা চায়নি। বাংলাদেশ নিজ থেকেই তাদের টিকা দেয়ার প্রস্তাব দিয়েছে। সংসদে দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনার টিকা চেয়েছে’ বক্তব্যকে ‘অবাক করার মতো খবর’ বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিককে নিশ্চিত করেছে যে, ওই (বাংলাদেশ) দেশ থেকে পাঁচ হাজার ভ্যাকসিন আসতে পারে, তবে তাতে লেখা হয়েছে যে, নিউরোসার্জন আন্দ্রেস সিসেকা এবং প্লাস্টিক সার্জন গারগেলি পাটাকির নেতৃত্বে হাঙ্গেরীয় শল্যচিকিৎসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছে। কারণ ২০১৬ সালে বাংলাদেশে জন্ম নেয়া জোড়া মাথার যমজ বাচ্চা রোকাইয়া-রাবেয়াকে আলাদাকরণ কার্যক্রমে অংশ নেন ওই চিকিৎসকরা। ২০১৯ সালে হাঙ্গেরি সরকারের সহযোগিতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘ ৩৩ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়েছিল। এসব বিষয়ে জানতে চাইলে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার একটি পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’
ঘটনা প্রবাহ-৫: ৪ঠা ফেব্রুয়ারি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিককে এক সংবাদ সম্মেলনে আল-জাজিরার তোলা অভিযোগ এবং জাতিসংঘের শান্তি মিশনের জন্য ইসরাইল থেকে বাংলাদেশের নজরদারি প্রযুক্তি ক্রয়ের বিষয়ে প্রশ্ন করা হয় (যেখানে বলা হয়, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছের এক গুদাম ঘরে দু’জন ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞ এই প্রযুক্তি ব্যবহারের ওপর ৪ জন বাংলাদেশি গোয়েন্দাকে প্রশিক্ষণ দেয়)। জবাবে বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে জানান ডুজারিক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031