চট্টগ্রাম : গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সোমবার ভোরে খাজা রোড এলাকা থেকে মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১) নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান। তিনি বলেন,
“গ্রেপ্তাররা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার দুজনেরর বাড়ি কুমিল্লা সদরে বলে জানান তিনি।
“ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”