কণ্ঠশিল্পী ন্যান্সি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বিদায় জানালেন । গতকাল থেকে তাকে আর এই মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন হঠাৎ ফেসবুক থেকে ‘উধাও’ হলেন জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। ন্যান্সি বলেন, এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না। শুধু আমি নই, ফেসবুকে আমাদের দেশের কোনো তারকা ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন। এমন নয় যে শুধু ফেইক আইডি থেকে মন্তব্য আসে, অনেক নাম ঠিকানা ও ভালো প্রতিষ্ঠানের কর্মরতরা এসব নোংরা মন্তব্য করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। তাদের উত্তর, ‘আমরা কতজনকে ধরব আপা’।
তাই এক প্রকার বাধ্য হয়ে ফেসবুক ছেড়েছি।