পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় তার বান্ধবী ফারজানা জামান নেহাকে (২৫) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের ডিসি হারুন-অর-রশিদ জানান, গ্রেপ্তারকৃত নেহা মামলার এজাহারভুক্ত আসামি। নেহা ও আরাফাত ওইদিন রাতে পার্টির আয়োজন করে। সেখানে বিষাক্ত মদ পানেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওরা নিয়মিত রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করতো এবং নাচতো বলে প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ নেহাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন। গত ৩১শে জানুয়ারি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।