বিধানসভায় কংগ্রেস দলের নেতা আব্দুল মান্নান কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে এই মর্মে একটা চিঠি লিখেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে জোট বেধে বিধানসভা ভোটে লড়ার অনুমতি প্রার্থনা করল কংগ্রেস। চিঠিতে তিনি জানিয়েছেন, আব্বাস সিদ্দিকীর দলের নামেই প্রমান এই দলটি সাম্প্রদায়িক নয়। দলটির সভাপতি একজন হিন্দু। দলের পদাধিকারীরা অনেকে আদিবাসী। দলিতদের নিয়ে গড়া এই দলের সঙ্গে জোট হলে কংগ্রেস লাভবান হবে। উল্লেখ্য, এর মধ্যে মান্নান ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একদিন ফুরফুরায় গিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকও করে এসেছেন। কংগ্রেসের সহযোগী সি পি এম এরও আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে যে আপত্তি নেই তা বোঝা গেছে সি পি এম সমর্থক সূর্যকান্ত মিশ্রর কথায়। সূর্যকান্ত বলেছেন, আব্বাস সিদ্দিকীর দল ধর্মনিরপেক্ষ।
আব্বাস সিদ্দিকী জোট গড়ার জন্যে সব রাজনৈতিক দলকেই সাত ফেব্রুয়ারির ডেডলাইন দিয়েছেন। কংগ্রেস এবং সি পি এমের একটাই শিরঃপীড়া, আসাদুদ্দিন ওইসি। তার দল মিম এর সঙ্গে জোট বাঁধলে কংগ্রেস আব্বাসের সঙ্গে জোট যে করবে না তা পরিষ্কার। আগামী কয়েকদিনেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।