ঢাকা : আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও গোলশূন্য ড্র করেছিলো নেইমাররা।রিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।
এই জয়ের ফলে দুই পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে স্বাগতিকরা। চার পয়েন্ট নিয়ে ডেনমার্ক সবার উপরে রয়েছে। রবিবার তারা দক্ষিণ আফ্রিকাকে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে।
ইরাকও এর আগে ডেনমার্কের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিলো। ফলে, দুই পয়েন্ট নিয়ে তারা তৃতীয় অবস্থানে রয়েছে। আর একটি ড্র ও একটি হারে সবার শেষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
ব্রাজিল এবার ফেভারিট হিসেবেই অলিম্পিক শুরু করেছিলো। ঘরের মাঠে প্রথমারের মতো স্বর্ণ জয়ের উদ্দেশ্যেই তারা অলিম্পিক মিশন শুরু করেছে। কিন্তু প্রথম দুই ম্যাচেই ধাক্কা খেলো তারা। প্রথম দুই ম্যাচে একটি গোলও করতে পারলো না নেইমাররা। ১৯৭২ সালের পর থেকে অলিম্পিকে ব্রাজিলের এমন ঘটনা এবারই ঘটলো।
অলিম্পিকে স্বর্ণ জয়ের ক্ষুধা মেটাতে ব্রাজিল এবার আঁটসাঁট বেঁধেই মাঠে নেমেছে। নেইমারকে অলিম্পিকে খেলানোর জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরে তাকে বসিয়ে রাখা হয়েছিলো। আগামী ১১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাতটায় ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।