চট্টগ্রাম : মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৫ টি মামলা হয়েছে। নগরীতে ট্রাফিক আইন অমান্য করায় শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এক হাজার ২২৫টি মামলা ও সিএনজি অটোরিকশাসহ ৭৫টি গাড়ি আটক করেছে পুলিশ।এর মধ্যে মিটারে না চলায় ১৭টি সিএনজি অটোরিকশা ও ৪৮৬টি মামলা এবং আইন অমান্য করায় ৫৮টি গাড়ি আটক ও ৭৩৯টি মামলা করা হয় বলে চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান জানিয়ে বলেন, এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলা হয় ৪৮৬টি। কাগজপত্র বিহীন গাড়ি আটক করা হয় ৭৫টি, এর মধ্যে ১৭টি সিএনজি অটোরিকশা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিটিএ)। ওই সময়ে অভিযানে মোট মামলা হয় ১৯শ ২৫টি ও গাড়ি আটক হয় ৭৭টি।