কুড়িগ্রাম সদর থানা পুলিশ তিন গ্রাম হেরোইনসহ শেখ সাদী নামে এক কুখ্যাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে । গত সোমবার মধ্যরাতে সদরের ছত্রপুর সরদারপাড়ার নিজ বাড়ির পশে মাদক লেনদেনের সময় তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
জানা গেছে, ছত্রপুর সরদারপাড়ার মাদক সম্রাট শেখ সাদী দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। এর আগে তিনি গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদককারবারে জড়িয়ে পড়েন তিনি। সোমবার রাতে গোপন সংবাদে সদর থানার পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপ-পরিদর্শক (এএসআই) শাহীন ও রমজানসহ বেশ কয়েকজন কনস্টেবল অভিযান চালিয়ে শেখ সাদীকে তার বাড়ির পাশে মাদক লেনদেনের সময় হাতে-নাতে গ্রেপ্তার করে। এসময় তার কাছে রক্ষিত তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার জানান, মাদক কেনাবেচার তথ্য জানতে পেরে এসআই আমিনুলসহ ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তারা মাদক সম্রাট শেখ সাদীকে মাদকসহ হাতে-নাতে গ্রেপ্তার করে।