স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা আপনাদের এলাকার মানুষকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন মন্ত্রী, এমপি, সচিবদেরকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে । শুধু শহর নয়, একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের মুরব্বিরা, মা-বোনেরা আছেন। তাদের উদ্বুদ্ধ করবেন টিকা নিতে।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, নির্ধারিত সময়ে আগামী ৭ই ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যে ৫শ’র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের টিকার জন্য সবাই আমাদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অ্যাপে না পারলে সাহায্য নিন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সাহায্য নিতে পারেন। টিকাদান কেন্দ্রে আসলেও আপনি ফরম ফিলাপ করে দিলে তারাই নিবন্ধন করে দেবে। কাজেই সব ব্যবস্থা আছে।