আফগানিস্তান সন্ত্রাসী হামলা বন্ধে তালেবানের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির মধ্যেই আবারো বিস্ফোরণে কেঁপে উঠেছে । মঙ্গলবার দেশটির রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দাতব্য সংস্থা জমিয়ত-ই-ইসলাহর প্রধান মোহাম্মাদ আতিফ। এছাড়া শহরটির আরো দুই স্থানে বোমা হামলা হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার কাবুলে একাধিক বোমা হামলায় ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
দেশটির পুলিশ জানিয়েছে, প্রতিটি বিস্ফোরণই স্টিকি বোমার মাধ্যমে ঘটানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই আবারো সহিংস হয়ে উঠছে আফগানিস্তান। এরমধ্যে একাধিক হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। তবে মঙ্গলবারের হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে উগ্রবাদী সংগঠনটি। এদিকে এমন পরিস্থিতিতে বিদেশি সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রক্রিয়া বাতিল হতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তালেবান সহিংসতা না ছাড়লে স্বাক্ষরিত শান্তিচুক্তির শর্ত না মানার হুঁশিয়ারি দিয়েছে সামরিক জোট ন্যাটো।