ট্রাকের ধাক্কায় আলম ও মাসুম দুই সহোদর নিহত হয়েছেন বগুড়ায় । সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় গোদারপাড়া বাজার এলাকার সিল্কিবান্ধায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাঁশতা মধুপুকুর গ্রামের আফতাব হোসেনের ছেলে।
জানা গেছে, নিহত দুই ভাই মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে গোদারপাড়া বাজার পার হলে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কিন্তু তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি অক্ষত থাকে।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং নিহতদের পরিবারে সংবাদ দেয়া হয়েছে।
সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনা কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর ট্রাক দ্রুত গতিতে পালিয়ে গেছে।