যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার ও তার ডেপুটি আভি বারকোউইটজ শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন । ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করায় তাদের ভূমিকার জন্য এ মনোনয়ন দেয়া হয়েছে বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে এই চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ড’ নামে পরিচিত। চুক্তিটি সম্পাদনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কুশনার ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত বারকোউইটজ। তাদের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এ সময় তারা ছিলেন তখনকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দু’জন উপদেষ্টা। তাদেরকে শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের এটর্নি অ্যালান ডারশোউইটজ। হার্ভার্ড ল স্কুলের একজন প্রফেসর এমেরিটাস হিসেবে নিজের ক্ষমতাবলে এই মনোনয়ন দেয়ার এক্তিয়ার আছে তার।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |