একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, বিশ্বে নানা দেশে করোনার টিকা আবিষ্কার হয়েছে । করোনার বিরুদ্ধে লড়েছে সকলেই। তবে এবার বৃহত্তর করোনা নিয়ে সকলকে সতর্ক করল হু। এবার সেগুলিকে সকলকে মাঝে বিতরণ করার পালা। টাইমস অফ ইণ্ডিয়ার খবর অনুসারে, করোনা নিয়ে সকলকে টানা লড়ে যেতে হবে। আগামীদিনে করোনাকে নিয়ে যে লড়াই হবে তা হবে সুদুরপ্রসারি। করোনা নিয়ে বিশ্বের বহু দেশ এখন তাদের মত করে কাজ করার চেষ্টা করছে। তবে এখানেই থেমে থাকলে হবে না। করোনাকে বিশ্ব থেকে নির্মূল করতে হলে সকলকে মিলে আরও লড়াই করে যেতে হবে।
হুয়ের কর্তা জানিযেছেন, বিশ্বে এমন বহু দেশ রয়েছে যেখানে করোনা টিকা এখনও পৌঁছায়নি। তবে তা নিয়ে ভেবে পিছিয়ে থাকলে হবে না। অবিলম্বে যাতে সকলেই করোনা টিকা পায় সেদিকে নজর দিতে হবে বিশ্বের শক্তিধর দেশগুলিতে। করোনাকালে বিশ্বের প্রতিটি দেশ লকডাউনের দ্বারা নিজেদেরকে সুরক্ষিত করার চেষ্ঠা করলেও বিশ্বের বাজারে করোনাকে ঠেকানো যায় নি। এবার বিশ্বের শক্তিশালী দেশগুলি করোনার টিকা প্রদান শুরু করেছে। তবে তাদের এটা মনে রাখা উচিত, করোনার টিকা গ্রহণ করলেই তা শেষকথা হিসাবে বিবেচিত হবে না। সকলকে মিলে ছোট দেশগুলির কথাও ভাবতে হবে।