ঢাকা : রাষ্ট্রপতি আব্দুল হামিদ জনগণ যাতে ন্যায়বিচার পায় তার জন্য তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আইনজীবীরা বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) ১২ সদস্যের একটি প্রতিনিধিদল এসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই সাক্ষাৎ শেষে জানান, এ সময় প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে এসসিবিএস’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান, এসসিবিএ’র বর্তমান সদস্য সংখ্যা সাত হাজার এবং অফিসের স্থান (চেম্বার) সমস্যার কারণে তারা যথাযথভাবে তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে মারাত্মক সমস্যা মোকাবেলা করছেন। বার নেতৃবৃন্দ এ সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তারা সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতিকে এসসিবিএ অফিস পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সমস্যার সমাধানে তিনি তাঁর সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |