মালবাহী পিকআপ ভ্যান চাপায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আট কপালিয়া এলাকায় । ঘটনায় নিহতের ছেলে সালা উদ্দিন (২৫) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩২) আহত হন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাইফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম চরজব্বার গ্রামের নূরুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বাড়ি থেকে আট কপালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন মনোয়ার বেগম ও তার ছেলে। পথে অটোরিকশাটি সাইফ মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি ধুমড়ে-মুছড়ে গিয়ে মনোয়ারা, সালা উদ্দিন ও ইসমাইল হোসেন আহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মনোয়ারা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
চরজব্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।