ঢাকা : বরিশাল রবিবার এ নির্দেশ দেন দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. আশ্রাফুল ইসলাম। এসময় পিপি সাইফুল ইসলাম গিয়াস আদালতে উপস্থিতিত ছিলেন।শ্যালিকার স্বামীর দায়ের করা চেক প্রতারণার মামলায় সরকার পক্ষের আইনজীবী ও বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. সাইফুল ইসলাম গিয়াসেরর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর স্বাক্ষ্য গ্রহণ করা হবে।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মতিন জানান, ২০১৫ সালের ৭ জানুয়ারি জমি কেনার কথা বলে শ্যালিকার স্বামীর কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন পিপি সাইফুল ইসলাম গিয়াস।
ছয় মাসের মধ্যে ফেরত দেয়ার কথা বলে টাকা নিলেও এক বছর পর চলতি বছরের ৭ জানুয়ারি উল্লেখিত টাকার একটি চেক দেন গিয়াস।
১৭ জানুয়ারি ব্যাংক চেকটি ফিরিয়ে দেয়। পরে ১৯ জানুয়ারি আইনজীবী সাইফুল ইসলাম গিয়াসকে আইনী নোটিশ পাঠানো হলেও সে টাকা পরিশোধ করেনি।
এর পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতে অ্যাড. গিয়াসের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ এনে মামলা করেন ভায়রা সাইফুল ইসলাম।
গত ২৩ জুন মামলাটি ঐ আদালত থেকে দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করা হলে আদালত আজ চার্জ গঠনের নির্দেশ দেন।