দেশটিতে আরও ভ্যাকসিন আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জানিয়েছিলেন। অক্সফোর্ড – অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড-এর নির্মাতা সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনেওয়ালা শনিবার জানিয়ে দিলেন, তারা নতুন এক ভ্যাকসিন নিয়ে আসছেন। আমেরিকার নোভাভ্যাক্স এর সঙ্গে যৌথভাবে তৈরি ভারতীয় এই ভ্যাকসিনের নাম হবে কোভাভ্যাক্স। পুনেওয়ালা জানান, জুনের মধ্যে এই ভ্যাকসিন ভারতীয় বাজারে আসবে। উল্লেখযোগ্য, নোভাভ্যাক্স দাবি করেছে যে, তাদের উৎপাদিত ভ্যাকসিন ৮৯.৩ শতাংশ সফল। আদর পুনেওয়ালা জানিয়েছেন, এই ভ্যাকসিনের ট্রায়ালের জন্যে তারা আবেদনও করেছেন। ভারতে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিকের শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। কলকাতায় পিয়ারলেস হাসপাতালে এই ট্রায়াল শুরু হয়েছে। অর্থাৎ ভারতে ভ্যাকসিনের একটি জোয়ার এসেছে করোনা রোখার জন্যে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |