পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সভাপতি আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে মৌলভীবাজার । এ ঘটনায় কলেজ গেইট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে থাকা ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু জানান, তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. পিন্টু আহমদ এর সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা ৪ জন সমর্থক গুরুতর আহত হন। কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু গণমাধ্যম কর্মীদের জানান, পিন্টুর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবসহ প্রায় ৬০-৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালায়। একই সময়ে কোর্ট মার্কেটে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালানো হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |