সাভারের আশুলিয়ায় সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
রবিবার বেলা ১১টায় আশুলিয়া প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইলে এসে শেষ হয়। পরে সাংবাদিকরা এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে ভূমিদস্যু ও সন্ত্রাসী ওমর আলীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। এর ব্যত্যয় হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এদিকে সাংবাদিককে নির্যাতনকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তিনদিনেও পুলিশ মূল আসামি ওমর আলী ও তার সন্ত্রাসী ছেলে জনিকে গ্রেপ্তার করতে পারেনি।
বৃহস্পতিবার দুপুরে ইপিজেড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের দুই কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় তাদের বাঁচাতে গিয়ে আহত হন চার সাংবাদিক। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত দৈনিক বণিক বার্তার সাংবাদিক খোকা মোহাম্মদ চৌধুরী একটি মামলা করেছেন। এছাড়াও সড়ক ও জনপদের পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি করেন উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম।