দুর্নীতি দমন কমিশন (দুদক) লিজিং কোম্পানির অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার চক্রের আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান (২০১৫-১৬) উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)’র প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, লিজিং কোম্পানির অর্থ লোপাটকারী পিকে হালদার কানাডায় বিলাসী জীবনযাবন করছেন। কয়েকটি লিজিং কোম্পানি থেকে চক্রের মাধ্যমে অন্তত ১০ হাজার ২০০ কোটি টাকা আত্মসাত করে দেশ ছাড়েন পিকে হালদার। পাচার করা অর্থ দিয়ে কানাডার টরেন্টোতে বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। মাঝে-মধ্যে দুবাই ও ভারতে যান।
পিকে হালদার ২০০৮ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন। ২০০৯ সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে যান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |