ঢাকা : মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার চলমান ব্লক রেইডে কাউকে হয়রানি না করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন ।
তিনি বলেছেন, রেইডে নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার দুপুরে নিজ দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। তবে এ ব্লক রেইডের সময় কাউকে হয়রানি করা যাবে না।
বাসাবাড়ি ও মেস ভাড়া দিতে কোনো আপত্তি নেই বলে জানান ডিএমপি কমিশনার। তবে মেস বা বাসায় ওঠা বাসিন্দা ও শিক্ষার্থীদের পরিচয়পত্র সংগ্রহ করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পুলিশের তথ্য ফরম পূরণ করার কথা বলেন তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ২০ লাখ ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা পড়েছে। এগুলো যাচাইবাছাই করা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, তথ্য যাচাইবাছাইয়ের পর ভাড়াটিয়াদের একটি নিদিষ্ট নম্বর দেওয়া হবে। এর মাধ্যমে তাদের অবস্থান জানা সম্ভব হবে।