হাইকোর্ট সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণের পর ইশরাক জামিন চাইলে সে আবেদনটি বিবেচনা করতে বলা হয়েছে।
গত বছরের ২৩শে নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি নেতা ইশরাককে খালাস দিয়েছিল ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। খালাসের রায়ে বলা হয়, সম্পদের হিসাব বিবরণী দাখিল করার নোটিশ যথা নিয়মে জারি না হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ইশরাককে খালাস দেয়া হলো।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর ইশরাক হোসেন ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ওই বছরের ৪ঠা সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে ইশরাকের বাসভবনে যান। কিন্তু ইশরাক সেখানে না থাকায় উপস্থিত চারজন সাক্ষীর সামনে বাসভবনের নিচতলায় প্রবেশ পথের বাম পাশের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে নোটিশটি জারি করেন। এরপর কমিশনের দেয়া সাত কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।