শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের মধ্যে নৌকার প্রার্থী ৩০টি, ধানের শীষের প্রার্থী ৪টি, জাসদের ১টি, জাতীয় পার্টি (লাঙ্গল) ১টি এবং স্বতন্ত্র প্রার্থী ৫টিতে মেয়র নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। মেয়র পদে বিজয়ীরা হলেন- বসুরহাটে নৌকার প্রার্থী আব্দুল কাদের মির্জা, নবীগঞ্জে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মাধবপুরে ধানের শীষের প্রার্থীর হাবিবুর রহমান মানিক, দাগনভূঞায় নৌকার প্রার্থী ওমর ফারুক খাঁন, গাংনীতে নৌকার প্রার্থী আহম্মেদ আলী, মোংলা পোর্ট পৌরসভায় নৌকার প্রার্থী শেখ আব্দুর রহমান, শৈলকুপায় নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম, মিরপুরে নৌকার প্রার্থী হাজী এনামুল হক, খাগড়াছড়িতে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সান্তাহারে ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মোশারফ হোসেন বাবুল, আড়ানীতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মুক্তার আলী, ছাতকে নৌকার প্রার্থী আবুল কালাম চৌধুরী, রাজশাহীর কাঁকনহাটে নৌকার প্রার্থী একেএম আতাউর রহমান, কুমিল্লার চান্দিনায় নৌকার প্রার্থী শওকত হোসেন ভূইয়া, ময়মনসিংহের মুক্তাগাছায় নৌকার প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, ভেড়ামারায় জাসদের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল, বগুড়ার সারিয়াকান্দিতে নৌকার প্রার্থী মতিউর রহমান, কেন্দুয়ায় নৌকার প্রার্থী আসাদুল হক ভুঁইয়া, মোহনগঞ্জে নৌকার প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, নরসিংদীর মনোহরদীতে নৌকার প্রার্থী আমিনুর রশিদ সুজন, মৌলভীবাজারের কুলাউড়ায় নৌকার প্রার্থী সিফার উদ্দিন আহম্মেদ, কমলগঞ্জে নৌকার প্রার্থী জুয়েল আহমদ, কুষ্টিয়ায় নৌকার প্রার্থী আনোয়ার আলী, কুমারখালীতে নৌকার প্রার্থী সামসুজ্জামান ওরুন, সিরাজগঞ্জ সদরে নৌকার প্রার্থী আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় নৌকার প্রার্থী এস.এম নজরুল, রায়গঞ্জে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান, বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাজ্জাদুল হক রেজা, বগুড়ার শেরপুরে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) জানে আলম খোকা, সুনামগঞ্জে নৌকার প্রার্থী নাদের বখত, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নৌকার প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া, নাটোরের নলডাঙ্গায় নৌকার প্রার্থী মনিরুজ্জামান মনির, পত্নীতলার নজিরপুরে নৌকার প্রার্থী রেজাউল কবির চৌধুরী, পাবনার সাঁথিয়ায় নৌকার প্রার্থী মাহবুবুল আলম, দিনাজপুরের সদরে ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর আলম, বিরামপুরে নৌকার প্রার্থী অধ্যাক্ষ আক্কাস আলী, বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোশারফ হোসেন বাবুল, শ্রীপুরে নৌকার প্রার্থী আনিসুর রহমান, মাগুরায় নৌকার প্রার্থী খুরশীদ হায়দার টুটুল, গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার ডাবলু।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031