বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জন্য সব চেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। ১২শ’ টাকার মেশিন কিনেছে ৩৬শ’ টাকায়, প্রতিটি জিনিস দুই থেকে তিন গুণ বেশি দামে কিনেছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন দেখেছি আমাদের প্রার্থী ও ধানের শীষের প্রতি। আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণ যদি ভোট দিতে পারে, ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে পারে, সেখানে যদি তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের ভোটগুলো যদি চুরি করে না হয়, ডাকাতি না হয়, তাহলে নিঃসন্দেহে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে মেয়র পদে অবশ্যই আমরা জয়লাভ করবো। কিন্তু দুর্ভাগ্য, এখনো পর্যন্ত পৌরসভার নির্বাচন যতগুলো দেখলাম, প্রায় বেশিরভাগ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ ও সরকার ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে তারা ভোট ডাকাতি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, ঠিক সেভাবে একই কায়দায় পৌরসভার ভোট ডাকাতি করেছেন তারা।
সরকারের সমালোচনা করে ফখরুল আরও বলেন, ফকরুদ্দিন-মইনুদ্দিনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে গণঐক্যের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে নিরপেক্ষ অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031