চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.শাহাদাত হোসেন। এছাড়া আবু সুফিয়ানকে সহ-সভাপতি এবং আবুল হাশেম বকরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন কমিটির তিনজনের নাম ঘোষণা করা হল। গঠনতন্ত্রের বিধি মোতাবেক তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রকে জানাবেন।’