ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা। আমি আবারও বলছি আমার স্পষ্ট বক্তব্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।
তিনি বলেন, আগামী ১৬ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ও দেশের বাহিরে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে, অনেক বিতর্কের জম্ম দিয়েছে। সে জন্য আজকে আমি আমার বক্তব্য উপাস্থাপনের জন্য এ সমাবেশের আয়োজন করে আপনাদেরকে কষ্ট দিচ্ছি।
আবদুল কাদের মির্জা বলেন, এ নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একরামুল করিম চৌধুরী ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীর কাছে এক কোটি টাকা পাঠিয়েছে। নির্বাচনে আমাকে হারানোর জন্য। আপনাদেরকে টাকা দিলে আপনারা খেয়ে ফেলবেন, ভোট ১৬ তারিখ ঠিকমত দিবেন।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন কোন অনিয়ম হলে আপনারা বাঁশের লাঠি তৈরী করবেন, ভোট চোরদের খতম করবেন। একেবারে মেরে ফেলবেন না।