ঢাকা : শনিবার ভোরে ও সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার ঝাগুরজুলি ও বুড়িচং উপজেলার কাবিলায় দুর্ঘটনা দুটি ঘটে। জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন।
নিহত একজন নোয়াখালী জেলার ইসমাইল হোসেন। অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
অন্য দুর্ঘটনায় মহাসড়কের ঝাগুরজুলিতে ঢাকামুখী একটি মিনি ট্রাক অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিনিট্রাকের হেলপার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মাইনুদ্দিন নিহত হন।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় রেখেছে পুলিশ।