চট্টগ্রাম : নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস রিও অলিম্পিকের উদ্বোধনীর প্রস্তুতিপর্বে খেলোয়াড়ের পোশাক পরে মশাল বহন করলেন । গতকাল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মশাল বহন করে অন্যান্য সম্মানের অংশীদার হলেন তিনি। গ্রেটেস্ট শো অন আর্থের সম্মানপূর্ণ এ আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার সময় ড. ইউনূস শূন্যে হাতের তিন আঙুল প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন তার ‘তিন শূন্য’ তত্ত্বের লক্ষ্য পূরণের আহ্বান। প্রায় দুইশো মিটার পথ তিনি মশাল বহন করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো জনতার তুমুল করতালি ও হর্ষধ্বনিতে সম্মানিত হন ড. ইউনূস। তার ‘তিন শূন্য’র অর্থ হচ্ছে সামাজিক ও পরিবেশগত লক্ষ্য অর্জনে ‘শূন্য দারিদ্র’, ‘শূন্য বেকারত্ব’ ও ‘শূণ্য নিট কার্বন নিঃসরণ’। তিনি অলিম্পিকের সব কর্মসূচিতে একটি সামাজিক মাত্রা যোগ করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বার্ষিক সাধারণ সভায় তার ভাষণের মূল বক্তব্যও ছিল এটাই। মশাল হাতে প্রফেসর ইউনূসের গমন পথে রাস্তার দুই পাশে দাঁড়ানো অগণিত শিশু, তরুণ-তরুণী এবং পুরুষ ও নারীরা ঐতিহাসিক মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন। দর্শকদের অনেকেই তাঁকে ক্ষুদ্রঋণের জনক বলে চিনতে পেরেছিল, যা ব্রাজিলেও বেশ জনপ্রিয়। মশাল বহনের শেষ পর্যায়ে প্রফেসর ইউনূস তাঁর হাতের মশাল কানাডার সাবেক গভর্নর জেনারেল ও বর্তমানে ফ্রাংকোফোন দেশসমূহের ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মিস মিশেল জিনের হাতে তুল দেন। একই দিন সকালে প্রফেসর ইউনূস ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক আয়োজিত এবং রিও ডি জেনিরোর মেয়র কর্তৃক উদ্বোধনকৃত ব্রাজিলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের একটি সমাবেশে মূল ভাষণ দেন। তিনি তাঁদের বেকারত্ব ও সম্পদ কেন্দ্রীকরণের মতো জরুরি সামাজিক সমস্যা মোকাবিলার জন্য সামাজিক ব্যবসায়ের সঙ্গে জড়িত হতে উদ্বুদ্ধ করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ইউনূস আগামী কয়েক দিন অলিম্পিকের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর অংশ হিসেবে গতকাল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি অংশ নেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031