রাখি সাওয়ান্তর বিকল্প নেই বিগ বস ১৪-র ঘরে নতুন নতুন ঘটনার জন্ম দিতে । একেক সময় একেক ইস্যুতে আলোচনায় আসেন তিনি। এরইমধ্যে বিগ বস ১৪-র ঘরে এবার নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তিনি। ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পরপরই নতুন চমক দিলেন গ্ল্যামারকন্যা। রুবিনা দিলায়িকের স্বামী অভনব শুক্লর সাহায্যে শাড়ি পরতে চান বলে জানালেন। শুধু তই নয়, রাখি যখন শাড়ি পরবেন, তখন তাকে রুবিনা সাহায্য করবেন কি না, সে বিষয়ে জিজ্ঞেস করেন অভিনেত্রী। যার উত্তরে স্পষ্ট না করে দেন রাখি সাওয়ান্ত। অভিনবের হাতেই শুধু তিনি শাড়ি পরতে চান।
টেলিভিশনের ড্রামা কুইনের কথা শুনে প্রত্যেকে হাসতে শুরু করলেও অভিনবকে শেষ পর্যন্ত শাড়ি পরানোর কাজ শুরু করতে হয়। কোনো ক্রমে রাখিকে শাড়ি পরানোর কাজে সাহায্য করে, সেখান থেকে সরে যান অভিনব। রাখি সাওয়ান্ত এবং অভিনব শুক্লর সেই ভিডিও প্রকাশ্যে উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।