ঢাকা : অক্ষয় কুমার সমকামী চরিত্রে অভিনয় করলেন এই প্রথম। ঢিসুম সিনেমায় তাকে সমকামী চরিত্রে দেখা গেছে। আর এই নিয়ে বেশ উচ্ছসিত তিনি। জানালেন প্রায় সব ধরনের চরিত্রে অভিনয় করলেও সমকামী চরিত্রে এই প্রথম। তাই উত্তেজনাটা বেশি। দর্শকরাও ভালো ভাবে নিয়েছেন।
জন আব্রাহাম ও বরুণ ধাওয়ানের ‘ঢিসুম’ মাত্র ছয় দিনেই বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। অনেকেই এর জন্য অক্ষয় কুমারের এই স্পেশ্যাল ক্যামিওকে কারণ মনে করছেন৷ দর্শকদের তাঁর এই বিশেষ চরিত্র পছন্দ হওয়ায় বেজায় খুশি আক্কি৷ সবাইকে জানিয়েছেন ধন্যবাদ৷
সমকামী ব্যক্তির চরিত্রে অভিনয় করার আগে একবারও তিনি ভাবেননি বলে জানিয়েছেন বলিউডের রুস্তম৷ বরং এই রকমই প্রতিক্রিয়াই যে পাবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন৷ অক্ষয় মনে করেন, কে কেমনভাবে নিজের জীবন যাপন করবে, সেটা একেবারেই তার ব্যক্তিগত বিষয়৷ যদি তাঁর করা চরিত্র সমকামীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে৷ তাহলে এমন চরিত্র কোনও আপত্তি নেই বলে জানান অক্ষয়।