ঢাকা : বুধবার রাতে মাইলসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ফসিলসের অপপ্রচারের কথা জানায় দেশের জনপ্রিয় এই ব্যান্ড দল মাইলসের দুই কর্ণধার।কলকাতার ব্র্যান্ড দল ফসিলের অপপ্রচারের জবাব দিলে মাইলস।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে গান গাওয়ার কথা ‘মাইলস’-এর। কিন্তু কনসার্টের আগেই কলকাতায় বাংলাদেশের মাইলসের বিরুদ্ধে ভারত বিদ্বেষ-এর অভিযোগ তুলে মাইলসকে বয়কট করতে জনমত গড়ে তুলছে চেষ্টা করে কলকাতার ব্যান্ড দল ‘ফসিলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল রূপম ইসলাম।
এর পর মাইলসের পক্ষ থেকে অপপ্রচারের জবাব দেয়া হয় ভিডিও বার্তার মাধ্যমে।
ভিডিও বার্তায় শাফিন আহমেদ বলেন, ‘কলকাতার ব্যান্ড ফসিলস আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তারা যে আমাদেরকে বয়কটের ডাক দেবে তা আমরা আশা করিনি। সংগীতকে ভৌগলিক জায়গায় ভাবা ঠিক নয়।
১১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে কলকাতার ওই কনসার্ট নিয়ে ফসিলসের মিথ্যাচার ও রূপমের অ-শিল্পীমূলক আচরণ এবং মাইলসের বিরুদ্ধে কলকাতায় ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত কথা বলা হয়।
দেশপ্রেম নিয়ে লেখা মানেই কি ভারত বিদ্বেষ? ইঙ্গিতে এমন প্রশ্নও রূপম ইসলামের প্রতি করেছেন শাফিন আহমেদ। শাফিন বলেন, আমি আর আমার ভাই হামিনের যে লেখাগুলোকে ভারত বিদ্বেষ বলে রেফারেন্স দেয়া হচ্ছে সেগুলোর সবই দেশপ্রেম। আর দেশপ্রেমের জায়গা থেকে যে কথাগুলো লেখায় বলেছি সেটা ভারত বিদ্বেষ নয়। ভারত বিদ্বেষ একটা ভিন্ন বিষয়। আমার দেশের ক্ষতি হয় এমন বিষয় নিয়ে আমি কথা বলতে চাইতেই পারি, সে অধিকারও আমার আছে। দ্যাট ইজ নট নেসেসারিলি ভারত বিদ্বেষ বা কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ করে কথা নয়।
ফসিলসের সংকীর্ণ মনোবলের কথা তুলে ধরে তাদেরকে বড় মানসিকতার হওয়ার আহ্বান জানান শাফিন। বিশেষ করে কোনো শিল্পীর তরফ থেকে এমন আচরণ অপ্রাপ্তমনস্ক মনোভাবের পরিচয় দেয় বলে মনে করেন শাফিন ও মানাম আহমেদ। এ নিয়ে মানাম আহমেদ বলেন, আমাদের বাংলাদেশটা ছোট হতে পারে, কিন্তু আমাদের মন বিরাট।