ঢাকা : শিল্পা শেঠি ছোট পর্দায় ফিরছেন ভারতের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী । একটি টেলিভিশন সিরিজে তার অভিনয় করার কথা রয়েছে। ২২ পর্বে নির্মিত এই টেলিভিশন সিরিজ অনেকটা অনিল কাপুরের ‘টোয়েন্টি ফোর’এর মতো। সেখানে শিল্পার ভূমিকাটা ঠিক কী, সেটা এখনই জানা যাচ্ছে না।
আপাতত শিল্পা নিজের ব্র্যান্ড এবং ফিটনেস সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত। কাজ শেষ হলেই স্ক্রিপ্ট পড়ে দেখবেন তিনি। বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই শো।
এর আগে একটি ডান্স রিয়্যালিটি শো’য়ের বিচারক হিসেবে টিভি’তে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দায় অভিনয় তার এটাই প্রথম।