অন্তত ১২ জন দেশের বিভিন্ন জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হন। এছাড়া পাবনার ঈশ্বরদীতে ২, খুলনার ডুমুরিয়ায় ১, শরীয়তপুরে ১ ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ও প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৫ জন। রোববার দুপুরের দিকে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেত্রকোনার পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিনদিন বয়সী শিশু, বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ভাবী জোসনা বেগম।

এ ছাড়াও অটোরিকশাচালক রাকিবুল হাসান (৩০)। সে ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুর সোয়া একটার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ্‌ জালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৭ জন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল সকালে নসিমন উল্টে দুই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল একটি নসিমনে করে ৫ শ্রমিক ভেড়ামারা থেকে রূপপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যায়। অন্যদের সেখান থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা জেলার ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম প্রান্ত টার্নিং এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মো. শাখাওয়াত শিকদার (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকার শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. জামাল শিকদার (৩৪) নামে আরও একজন আহত হন। নিহত শাখাওয়াত শিকদার সদর উপজেলার উত্তর ভাষানচর গ্রামের আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের চাপায় এক তরুণী নিহত হয়েছে। রোববার সকাল ১১টার সময় উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম শারমিন আক্তার (১৭)। সে ১নং সৈয়দপুর ইউনিয়নের মহালঙ্গা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031