ঢাকা : বাংলাদেশে  অবৈধভাবে থাকা এবং কাজ করার অভিযোগে ৪৪জন নেপালিকে আটক করেছে ঢাকার পুলিশ।তাদের সহযোগিতার অভিযোগে এ সময় দুইজন বাংলাদেশীকেও আটক করা হয়পল্লবী থানার ওসি দাদন ফকির বিবিসিকে জানান, অবৈধভাবে বাংলাদেশে থেকে কাজ করছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মিরপুরের ডিওএইচএস এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৪৪জন নেপালিকে আটক করেন। তাদের সহযোগিতার অভিযোগে দুইজন বাংলাদেশীকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এরা সবাই পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরা ও প্তিষ্ঠানে কাজ করতে শুরু করে। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আর দেশে ফিরে যায়নি বা কাজের জন্য কোন ভিসার আবেদনও করেনি।এই নেপালি নাগরিকরা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ১৯শে জুন তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আপাতত তাদের ওই বাড়িটিতেই পুলিশ প্রহরায় রাখা হয়েছে।তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031