সাংবাদিক সমাজ সংবাদ সংগ্রহের সময় বগুড়ার দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার প্রতিবাদে বুধবার মানববন্ধন করেছেন । বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধনে অংশ নেন বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এর আগে বুধবার বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতির চিত্র তুলেতে গিয়ে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদ রহমান এবং ক্যমেরাম্যান রবিউল ইসলাম রবির উপর স্থানীয় শ্রমিকলীগ নেতা জনিসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালায় তাদের উপর । এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লাল মিয়া এবং শ্রমিকলীগ নেতা জনির নাম উল্লেখ করে আজ বিকেলে সদর থানায় মামলা হয়েছে। মামলার বাদী আহত সাংবাদিক মাজেদ রহমান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |