বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার কবলে পড়েছেন । আজ বৃহস্পতিবার বিকাল পৌঁনে তিনটায় সাতক্ষীরা থেকে যশোর বিমান বন্দরে যাওয়ার পথে স্থানীয় কলারোয়া বাজারে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন রিজভী আহমেদ নিজেই। গাড়িটি কলারোয়া বাজার দিয়ে আসার পথে পেছন থেকে একটি ভ্যান এসে ধাক্কা দেয়। গাড়িতে রিজভী আহমেদের সঙ্গে ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। জানতে চাইলে রিজভী আহমেদ মানবজমিনকে বলেন, বাজারটি পার হওয়ার সময় পেছন থেকে একটি ভ্যান এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্থ হলেও আমাদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |