ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ২০৫ জন যাত্রী। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে ।
এর আগে সোমবার যুক্তরাজ্য থেকে ১৪৪ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। আর যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার নির্দেশনা দেয়া হয়েছে।