চট্টগ্রাম : বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশের চলমান ব্লক রেইডের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, চলমান সন্ত্রাস বিরোধী অভিযান ব্লক রেইডে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল এবং অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানাসহ ১২০ জন অফিসার ও ফোর্স । এরমধ্যে সাতকানিয়া থানার পৌর এলাকার সতি পাড়ার মৃত জহির হোসেনের পুত্র সাজাপ্রাপ্ত নাছির হোসেন (২৮),সাম চৌধুরী পাড়ার আবুল হাসেেমর স্ত্রী খোদেজা বেগম (৪০) গ্রেফতারী পরোয়ানা মূলে ভোয়ালিয়া পাড়ার আনোয়ারের পুত্র মোহাম্মদ দেলোয়ার (২২), গোয়াজর পাড়ার মৃত হাজি মফিজুর রহমানের পুত্র জামায়াত নেতা ওয়াজেদ আলী (৬১), জনার কেওচিয়া এলাকার জিয়াউল হকের পুত্র মাওলানা মোহাম্মদ নোমান, (৩৫), উত্তর রামপুরের দানু মিয়ার পুত্র মোঃ শফিকুল আলম শফি (৪৫), উত্তর কাঞ্চনার আহমদ ছফার পুত্র মোঃ শামসুল ইসলাম (৪৪), আমিলাইশ পশ্চিম ডলুর মৃত আবুল হাসেমের পুত্র মোঃ ইব্রাহিম মেম্বার (৪০), পুরানগড় শীলঘাটার মোহাম্মদ শফির পুত্র মোঃ সেলিম (৩২), মৃত কাদের হোসেনের পুত্র মোঃ সৈয়দ (৩০), দক্ষিন চরতীর আবু সামার পুত্র জামাল উদ্দিন (৩৫), দক্ষিন রামপুরের সৈয়দ নুরের স্ত্রী কামরুন্নাহার, আব্দুল কাদেরের স্ত্রী খাইরুন্নেছা (৪৫), রামপুরের সুশীর জলদাশের পুত্র জহর লাল দাশ,দক্ষিন ঢেমশার আলী আকবরের পুত্র গোলাম কাদের প্রঃ গোলাম বারি (৫০) মৌলভীর দোকানের মৃত মাহমুদুল হকের স্ত্রী, সেনোয়ারা বেগম (৪০), কাঞ্চনা বকসিরখীল এলাকার বাদশা মিয়ার পুত্র মোঃ ফরহান (১৮), রূপকানিয়ার মোহাম্মদ ইউনুচের পুত্র রফিকুল ইসলাম (৩৫), উত্তর ছদাহার সিরাজুল ইসলামের পুত্র জিসান এসকান্দার রনি (১৮), উত্তর ঢেমশার নুরুজ্জামানের পুত্র আব্দুল মাবুদ (১৮), ছোট ঢেমশার মৃত আহমদ ছফার পুত্র মোঃ এহসান (১৮), মোক্তার আহমদের পুত্র নুরুল আলম (২৩), উত্তর রামপুরের মৃত কবির আহমদের পুত্র মোঃ হারুন (৪৫), মৃত আবুল হাশেমের পুত্র মোঃ জাকারিয়া (৫৮) ছাড়াও আব্দুস সাত্তার (৩৩), মোঃ রুবেল, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন (৩০), সোহেল (৩০), মাহবুব আলম, মোঃ সেলিম (৩২), সেলিম (৩২), ফরিদুল আলম (২৫), মোঃ রিয়াদ (১৯), মোঃ বাবুল ইসলাম (২২), মাহমুদুল হক, লোকমান মোঃ জোবায়ের (২২), সাইফুল ইসলাম (২০), জালাল আহমদ, নুরুল ইসলাম, আব্দুল জাহের প্রঃ ভেট্টা (৫২), আব্দুল জব্বার (৫২), আইয়ুব আলী (৫৫), মোঃ ইলিয়াছ (৩০), জামাল হোসেন, বদিউল আলম (৪২) ও সালাউদ্দিন (২০),সহ মোট ৫৪ জন আসামীকে গ্রেফতার করে।