অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে  প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে ফরিদপুর-৪ আসনের  সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন । আগামী ১১ই জানুয়ারির মধ্যে ভাঙ্গা বাজারের বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা বাজারে টিনপট্টিতে আয়োজিত এক স্থানীয় পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, দুর্নীতি প্রতিরোধ করতে একটা কেন, হাজারটা মামলা খেতেও আমি প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ঠিক তখনই তার উল্টো চিত্র ভাঙ্গা উপজেলা প্রশাসনে। প্রশাসনের দুই কর্মকর্তা ভাঙ্গাবাসীকে ব্যবহার করে যেভাবে কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছে। তাতে মনে হয় দেশে আইন বলে কিছু নেই। ভাঙ্গা বাজারের ভেতরে সরকারি জায়গার ৮৮টি দোকান বরাদ্দের নামে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানায়- জরুরি ভিত্তিতে একটি বিভাগীয় তদন্ত এদের বিরুদ্ধে করা হউক।

ইউএনও রকিবুর রহমান খান ও এসিল্যান্ড আল-আমিন  তাদের ইচ্ছামত অনিয়ম করে যাচ্ছেন। দেশের সকল মিডিয়ায় তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হচ্ছে, তারপরেও সে বহাল তবিয়তে তাদের বাণিজ্য করে যাচ্ছেন। আগামী ১১ই জানুয়ারির মধ্যে বরাদ্দ দেয়া জমির সঠিক বন্টন না হলে প্রয়োজনে রাস্তা অবরোধ করে লাগাতার হরতাল পালন করা হবে। সাপ্তাহিক ভাঙ্গার কণ্ঠ পত্রিকার স¤পাদক মজিবর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা  চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফাইজুর রহমান প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031