চট্টগ্রাম : বৃহস্পতিবার মধ্যরাতে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে নগরীর কোতোয়ালী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে। নিহত আব্দুল মজিদ জুয়েল (২৬) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে কাজ করতেন; সপরিবারে হালিশহরে থাকতেন।
কোতোয়ালী থানার এসআই শিবু চন্দ্র বলেন, রাত সোয়া ১২টার দিকে জুয়েল তার এক বন্ধুর সঙ্গে কাজীর দেউড়ি থেকে মোটরসাইকেলে করে হালিশহরের বাসায় ফিরছিলেন। ইস্পাহানি মোড়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলে পেছনে বসা জুয়েল মাটিতে পড়ে যায়। সেসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা ধাওয়া করে আগ্রাবাদ চৌমুহুনী এলাকা থেকে চালকসহ ট্রাকটিকে আটক করে বলে এসআই শিবু জানান।