ঢাকা : র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংগীর গ্রামে। এদের মধ্যে একজন হলেন শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলাম। অন্যজনের পরিচয় জানা যায়নি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাংগীর গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার আসামি শফিউল ইসলামের। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি’।
গত ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের কাছাকাছি একটি পুলিশ চেকপোস্টে পুলিশের ওপর হামলাকারীদের একজন ছিলেন এই শফিউল। ওই ঘটনায় দুই পুলিশসহ চারজন নিহত হন।