ঢাকা : জঙ্গি সমস্যা আমাদের দেশে সম্প্রতি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যাটি নতুন না হলেও সমাজের বিত্তবানদের ছেলে মেয়েদের জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাওয়ার এই প্রবণতাটি নতুন বলতেই হবে।তাছাড়া শোলাকিয়াসহ রাজধানীর হটি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা থেকে শুরু করে মিরপুরের কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের সাহসী পদক্ষেপ আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। জঙ্গিবাদের এই বিস্তারে আমাদের গলদটা ঠিক কোথায়? সন্তানের প্রতি পিতা-মাতার উদাসীনতা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নাকি মূলধারার সংস্কৃতি থেকে ধনির দুলালদের বিচ্ছিন্নতা এবং সেই থেকে হতাশা?
এসব বিষয় নিয়ে ঢাকাটাইমসের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট অপরাধবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যায়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সামসুদ্দোহা মৃধা।